মানসিকতা

গতকাল ফেসবুকে সোনিয়া মির্জা নামে এক মেয়ে ভারতে যুদ্ধ বিমানের প্রথম মহিলা চালক সেই খবর দেখলাম। মেয়েটি মুসলিম পরিবারের। কেউ তার ধর্মের উপর গুরুত্ব আরোপ করছে, কেউ তার লিঙ্গের। মধ্য থেকে হারিয়ে গেছে মানুষটা, তার মেধা, তার অধ্যাবসায়, স্বপ্ন বাস্তবায়নের জন্য তার অক্লান্ত পরিশ্রম। কেন এমন হয়? আমাদের সমাজ ব্যবস্থা আর মানসিকতার জন্য। আমাদের সব কিছুই হয় ভাগ্যের ফেরে, ঈশ্বরের কৃপায়। লিঙ্গ, ধর্ম এসব ঈশ্বর প্রদত্ত। এসবের উপর সাফল্যের দায় ছেড়ে দিলে পক্ষান্তরে ঈশ্বরের উপর ছেড়ে দেয়া হয়। যদি মেধাকে সামনে আনা হয় তবে ঈশ্বর নয় মানুষকেই তার ভাগ্য বিধাতা বলে মেনে নিতে হয়। এটা করতে যে সাহসের দরকার সেটা আমাদের অনেকেরই নেই।

মস্কোর পথে, ২৪ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন