দৃষ্টিভঙ্গি

গতকাল দৃষ্টিভঙ্গির উপর একটা স্ট্যাটাস দিয়েছিলাম। বলেছিলাম আমেরিকা নিজের কুকুর ছানা পছন্দ করে, আর অন্যদেশ বা সমাজ কুকুর শাবক অপছন্দ করে। আসলে সেটা সামোসা সম্পর্কে রুজভেল্টের উক্তির সূত্র ধরে লেখা। কথিত আছে প্রেসিডেন্ট রুজভেল্ট নাকি বলেছিলেন "হতে পারে সামোসা কুকুরের বাচ্চা, কিন্তু সে আমাদের কুকুরের বাচ্চা"। আসলে এটা সেই দেশ বা সমাজের দৃষ্টিভঙ্গি। বলা হয় এই আমেরিকাতেই সমাজের চোখে "যদি কেউ এক ডলার চুরি করে সে চোর, কিন্তু মিলিয়ন ডলার চুরি করলে সে মিলিয়নিয়ার"। এটাও সেই একই দৃষ্টিভঙ্গি। কারণ একজন লোক যখন এক ডলার চুরি করে সে সেটা খেয়ে ফেলে, একান্তই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে। কিন্তু কেউ মিলিয়ন ডলার চুরি করে সেটা খায় না। তা দিয়ে শিল্প ও বাণিজ্য গড়ে তোলে, নিজের তো বটেই আরও দশ জনের উপার্জনের ব্যবস্থা করে, সমাজের উপকার করে। তাই শুনতে খারাপ লাগলেও এসব কথার অনেক পজিটিভ মেসেজ পাওয়া যায়। তবে এটা শুধু তাদের জন্য যারা নিজের সমাজের জন্য কিছু করে। যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের ক্ষেত্রে এটা মোটেই প্রযোজ্য নয়। একই ভাবে একজন দুই জনকে খুন করে খুনী আর লাখ লাখ মানুষকে হত্যা করার আদেশ যারা দেয় তারাও ইতিহাসের মহানায়ক হতে পারে না।

দুবনা, ১৪ জানুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা