অজুহাত

সোভিয়েত ফেরৎ অনেকেই বলে তারা তো সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছে। রাশিয়া এখন পুঁজিবাদী দেশ। তাই রাশিয়ার পক্ষে কথা বলার কোন দায় দায়িত্ব তাদের নেই। একথা অনেক বামপন্থী লোকজনও বলে।

রাশিয়ার ভালোমন্দ সবকিছু চোখ বন্ধ করে সমর্থন করার দায়িত্ব কারোই নেই। সোভিয়েত ইউনিয়নের অনেক ব্যর্থতার মধ্যে সাফল্য কম ছিল না। সব সমাজের মত সেখানেও বর্জনীয় ও শিক্ষনীয় অনেক কিছুই ছিল। তাই অন্ধভাবে সোভিয়েত বিরোধী কাজ কর্মের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমাদের আছে। ইয়েলৎসিনের রাশিয়ায় আর বর্তমানে ইউক্রেন, মলদাভিয়া, বাল্টিকের দেশগুলোয় অনবরত সোভিয়েত ইউনিয়নের সমস্ত কিছু ধ্বংস করেছে, করে যাচ্ছে। বিশেষ করে পুঁজিবাদের উপর সমাজতন্ত্রের সত্যিকারের বিজয়গুলো। আর সেটা হচ্ছে বিশ্ব পুঁজিবাদের ইন্ধনে ও নির্দেশনায়। ইউক্রেনের বর্তমান সমস্যার শুরুতেও আছে সোভিয়েত ইউনিয়নের সবকিছু অস্বীকার করা আর ফ্যাসিবাদকে রাষ্ট্রীয় আইডোলজিতে পরিণত করা। 

অবশ্য এই সব সোভিয়েত প্রেমীদের এসবের বিরুদ্ধে বলার কোন দায় দায়িত্ব নেই। নিজেদের সুবিধা অর্জনে এরা সবসময়ই স্বাধীন।

দুবনা, ২৬ জানুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন