আমাদের লেখাপড়া

পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

আমাদের অঞ্চলে মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেয়া হয়। বোঝাটা অনেকেই বোঝা মনে করে। অথবা বুঝলেই প্রশ্ন করবে এই ভয় থেকেও হতে পারে। মুখস্থ - এটা বিশ্বাস, এটা অন্যের মতামতকে গ্রহণ করা। বোঝা তার বিপরীত।

প্রশ্ন না করে মুখস্থ করার মূলে রয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস। যা কিছু ধর্ম গ্রন্থে লেখা আছে তা প্রশ্নাতীত, তা সত্য। মানে আমরা পুরানোকে আঁকড়ে থাকি, নতুনকে বরণ করতে দ্বিধাবোধ করি। কারণ ধর্ম যা কিছু অনেক আগে বলা বা লেখা হয়েছে সেটাকেই একমাত্র সত্য মনে করে। বিজ্ঞান নতুন সত্য খোঁজে। হয়তোবা এ জন্যেই ধরে নেয়া হয় যে বয়সে বড় সে সঠিক, ছোটরা বড়দের মানবে, বড়রা নিজেদের ইচ্ছা ছোটদের উপর চাপিয়ে দেবে। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ।

এই যে ভাষা না জেনেও সংস্কৃত বা আরবি ভাষায় মন্ত্র বা কোরআন পাঠ এসবই প্রমাণ করে আমরা যতটা না ধর্মের মর্ম বুঝতে চাই তার চেয়ে বেশি চাই ধর্মের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করতে। আর এই মনোভাব শুধু ধর্মে নয় জীবনের সর্বক্ষেত্রে বিদ্যমান। একারণেই মুজিববাদ আমাদের কাছে মুজিবের দর্শন নয়, তাঁর কোট।‌ সমস্যার গভীরতা মহাসাগরের মত অতল, এর শিকড় কয়েক হাজার বছর অতীতে।

দুবনা, ০৪ জানুয়ারি ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন