প্রতিবেশী

 

কিছুদিন আগে এক প্রতিবেশীর সাথে পরিচয় নিয়ে লিখেছিলাম। লিখেছিলাম যে আমাদের দেশ এমনকি পাড়ায় কেউ এলে দু'দিন পর সবাই তার হাঁড়ির খবর জানে আর এখানে বছরের পর বছর এক বিল্ডিংএ থেকেও লোকজন একে অন্যকে চেনে না, জানে না। এরপর থেকেই মনে প্রশ্ন জাগল, কেন এমন হয়। কৌতূহলের অভাব? মনে হয় না। এরাও খুবই কৌতূহলী, তবে এদের কৌতূহল ভিন্ন ব্যাপারে। পরনিন্দা পরচর্চা এখানে কেউ করার জন্য করে না। অর্থাৎ যদি কারো সাথে কারো সমস্যা থাকে তাহলে হয়তো বন্ধুদের সাথে এ নিয়ে আলাপ করতে পারে কিন্তু নিন্দা করার জন্য কারো নিন্দা করা অথবা অযথা অন্যদের ব্যাপারে কথা এদের তেমন বলতে দেখি না। কারণ মনে হয় এদের আমাদের মত টি স্টল বা মাছের বাজার নেই। আমাদের দেশে সবাই টি স্টলে আড্ডা দেয় আর সেখানে একের পর এক মানুষ এসে জড়ো হয়। রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনা করে। কিন্তু এখানে সেই সিস্টেম নেই। ক্যাফে বা কোথাও গেলে কয়েকজন লোকই যায় আর যায় সময়টা এঞ্জয় করার জন্যে। অন্যকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার সময় কোথায়? পরনিন্দা পরচর্চা এটাও একটা সংস্কৃতি।

দুবনা, ১৭ জানুয়ারি ২০২৩ 





Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা