সোভিয়েত

ইউক্রেনে রুশ অর্থডক্স চার্চ বন্ধের পাঁয়তারা চলছে খুব জোরেশোরে। এটা ইউক্রেনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায়। ভিন্নমতাবলম্বীদের জীবন সেখানে করে তুলছে দুর্বিষহ। অন্য দিকে এই ইউক্রেন আলোর বেগে সোভিয়েত উত্তরাধিকার ধ্বংস করছে। শুনেছি বিপ্লব পরবর্তী রাশিয়ায় একই ভাবে ধর্ম ও ভিন্ন মত নিষিদ্ধ করা হয়েছিল। এটা অনেকটা বিষ দিয়ে বিষ কাটানোর মত। সোভিয়েত উত্তরাধিকার ধ্বংস করতে আরো বেশি করে সোভিয়েত ইউনিয়নের মত হওয়া। এটাই মনে হয় এক্স সোভিয়েত রিপাবলিকগুলোর প্রধান বৈশিষ্ট্য। সোভিয়েত সব কিছু ধ্বংস করতে মূলতঃ সেই ব্যবস্থা গ্রহণ করছে, বিশেষ করে তার সবচেয়ে খারাপ দিকগুলো। তা সে ক্ষমতায় হোক, আমলা তন্ত্রে হোক অথবা পরমতসহিষ্ণুতার অভাবে হোক। এই মিছিলে যোগ দিয়েছে এখন পশ্চিমা বিশ্ব। হায়রে সোভিয়েত ইউনিয়ন। মরেও শান্তি নেই। 

দুবনা, ০২ জানুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন