মাতাল ড্রাইভার

মাত্র তিন দিন আগে তাপমাত্রা হঠাৎ করেই শূন্যের উপরে চলে গেছিল। বেচারা বরফের সে কি কান্না।‌ শীত তো নয় যেন বর্ষা কাল। দুপুরে তাপমাত্রা ছিল মাইনাস ৯। বনে গেলাম ঘুরতে।‌ গতকাল সারাদিন বরফ পড়ার পর বেশ লাগছিল। ছোট ছোট ক্রিস্টমাস গাছেরা বরফের ওভারকোট গায়ে দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। বেশ লাগছিল ওদের দেখতে। সবচেয়ে অবাক ব্যাপার এত শীতেও কৃষ্ণ নদী কখনোই জমে না। ঠিক কলকল ছলছল শব্দে বয়ে যায়। রাতে ক্রিস্তিনা এলো। ওকে মিট করতে বাইরে গেলাম। সাথে কেক, ওয়াইন এসব কেনা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাড্ডি জমে পাথর। দেখি তাপমাত্রা আরও বিনয়ী হয়েছে। মাইনাস ২০। মনে হয় প্রকৃতির ড্রাইভার এখনও নববর্ষ উদযাপন করছে। তার মাতলামি এখনও শেষ হয়নি। শনিবার শুনেছি মাইনাস ২৫ থেকে ৩০ এর মধ্যে দৌড়ঝাঁপ করবে শীতমাত্রা। শীত এল।

দুবনা, ০৫ জানুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা