সোভিয়েত ইউনিয়ন

বর্তমান আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে অনেকেই তাদের আশির দশকের সোভিয়েত ইউনিয়নের সাথে তুলনা করে। এটা মূলত ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা ও শক্তিশালী রাষ্ট্রীয় প্রোপাগান্ডার কারণে।‌ তবে এর বাইরেও বেশ কিছু অর্থনৈতিক মিল দেখা যায়। বিশেষ করে আমেরিকার সাথে। 

বর্তমানে আমেরিকার আয়ের প্রধান উৎস কি? ইউরোপে গ্যাস রপ্তানি আর বিশ্বের দেশে দেশে অস্ত্র সরবরাহ। ঠিক যেমন ছিল সোভিয়েত ইউনিয়নে।

আশির দশকে সোভিয়েত ইউনিয়নে পেরেস্ত্রোইকা শুরু হয়। আমেরিকায় এখন পুরা দমে চলছে রাজনৈতিক পুনর্নির্মাণ।

আরও একটা মিল হচ্ছে পেরেস্ত্রোইকার শুরুতে বিশ্ব অর্থনীতিতে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ১৫%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় দুই দশক আমেরিকার অর্থনীতি ছিল বিশ্ব অর্থনীতির ৫০%। নিয়তির পরিহাসে এখন আমেরিকার অর্থনীতি বিশ্ব অর্থনীতির ১৫%।

আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ সমস্যা এত প্রকট ছিল যে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব ক্রমশ কমতে শুরু করেছিল। এখন ইউরোপ তো বটেই, এমনকি আমেরিকা বিভিন্ন ধরণের আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত আর বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব ক্ষয়িষ্ণু। যা আছে তা মূলতঃ অর্থনৈতিক ও সামরিক ভয়ভীতির কারণে। 

দুবনা, ১৫ জানুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা