নববর্ষে
আজ সূর্যের প্রথম আলো যখন
পৃথিবীর ঠোঁটে আলতো করে চুমু দিল
আমি তাকে জিজ্ঞেস করলাম
কেমন লাগছে নতুন বছরের নতুন সূর্য?
বোকা, জানিস না গোলাকার কোন কিছুর
কোন শুরু নেই কোন শেষ নেই?
আমাদের পথ চলা অন্তহীন
দাঁড়ি, কমা, সেমিকোলন ছাড়া চিঠির মত
প্রতিটি মূহুর্ত যেখানে নতুন
সেখানে বছরের হিসেব করে কি লাভ?
আমরা তো লাভ লোকসানের হিসেব করে এসব করি না
করি নিজেদের সুবিধার জন্য
যাতে অযাচিত ভাবে কাউকে শুভেচ্ছা জানানো যায়
পরিচিত অপরিচিত মানুষদের জন্য শুভকামনা করা যায়।
হ্যাঁ, এটাও তোদের আরেকটা চাল, আরেকটা পলিটিক্স
পরকালের জন্য তোরা যেমন ঈশ্বর সৃষ্টি করেছিস ইহকালের জন্য করেছিস এই পঞ্জিকা
পঞ্জিকা মূলত শোষণের হাতিয়ার
খাজনা আদায়ের দিনপঞ্জি
তারপরেও সবাই কি উৎসাহ নিয়েই না এসব দিবস পালন করে
ভাবখানা এই যেন দাসত্বের নয়
মুক্তির উৎসবের বার্তা বয়ে এনেছে এরা
তোদের সৃষ্টির ক্ষমতা দেখে স্বয়ং ঈশ্বর পর্যন্ত ঈর্ষান্বিত হতেন যদি তিনি সত্যিই থাকতেন।
দুবনা, ০১ জানুয়ারি ২০২৩
Comments
Post a Comment