গণতন্ত্র
খবরে প্রকাশ সুইডেনে কারা যেন কোরআন পুড়িয়েছে। এ নিয়ে তুরস্ক সহ বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সুইডেন সরকার এটাকে গণতান্ত্রিক অধিকার বলে পাশ কাটিয়ে গেছে।
অনেকের ধারণা সেখানে যদি কেউ এলজিবিটি কমিউনিটিকে উদ্দেশ্য করে কিছু বলত বা তাদের প্রতীক পুড়িয়ে প্রতিবাদ করত তবে এটা সরকারের দৃষ্টি এড়িয়ে যেত না। এটা ভাবার বাস্তব ভিত্তি আছে।
যখনই সমাজে এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড দেখা দেয় সেখান থেকে গণতন্ত্র পালাতে বাধ্য। গণতন্ত্র সরকার নির্বাচনে সবার অধিকার নিশ্চিত করে, তবে বাস্তবে সেটা কখনোই ঘটে না, কারণ সংখ্যাগরিষ্ঠ মানে সবাই নয়। ভোটাধিকার সমস্যার আংশিক সমাধান। মানুষ অন্তত নিজের মত করে সরকার গঠনের চেষ্টা করতে পারে। পক্ষান্তরে সত্যিকারের গণতন্ত্র সবার জন্য ন্যায় না হলেও একই ধরণের বিচারের নিশ্চয়তা দেয়। "আইনের চোখে সবাই সমান" এই নীতি যখন সমাজ থেকে উধাও হয়ে যায় সেই সমাজকে গণতান্ত্রিক বলা কষ্টসাধ্য তা সে রাশিয়া হোক, আমেরিকা হোক, সুইডেন হোক আর ভারত বা বাংলাদেশ বা অন্য যে কোন দেশ হোক।
দুবনা, ২৪ জানুয়ারি ২০২৩
Comments
Post a Comment