জ্ঞান

মানুষ যত বেশি জানে সে তত বেশি উপলব্ধি করে নিজের অজানার গভীরতা। এটা যেমন সত্য তেমনি সত্য যে জ্ঞান মানুষকে বিভিন্ন শর্তে আবদ্ধ করে। জ্ঞান - এটা অভিজ্ঞতা - নিজের অথবা অন্যের যেটা সে গ্রহণ করে। মানুষ নতুন কিছু গ্রহণ করতে চায় তার অভিজ্ঞতার ভিত্তিতে, জ্ঞানের আলোকে। কিন্তু সেটা সব সময় অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য নাও করতে পারে। কখনও কখনও পূর্ব অভিজ্ঞতা, কোন বিষয়ে আমাদের জ্ঞান নতুন কিছু গ্রহণ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। জ্ঞান আমাদের এক ধরণের সংস্কার থেকে মুক্তি দেয় আবার একই সঙ্গে নতুন সংস্কারে আবদ্ধ করে। কখনও কখনও তাই পূর্ব অভিজ্ঞতা থেকে নিজেকে মুক্ত করা নতুন কিছু জানার জন্য খুব জরুরি।

দুবনা, ০৫ জানুয়ারি ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা