নয়া জমানা


ছাত্রও জীবনে আমরা গাইতাম

‘ও দুনিয়ার মজদুর ভাইসব
আয় এক মিছিলে দাঁড়া।
ঐ নয়া জমানার ডাক এসেছে
এক সাথে দে সাড়া।’

আমি নিয়মিত বিভিন্ন গবেষণা প্রবন্ধ রিভিউ করি। এসব মূলত কসমোলজি আর গ্র্যাভিটির উপরে। এবছরের প্রথম প্রবন্ধ এল ইউরোপের এক নামকরা প্রকাশনী থেকে। রিভিউ করতে পারব সেই সম্মতি জানানোর পরে এই প্রথম একটা ফর্ম ফিল আপ করতে হল। একবার ভেবেছিলাম ডিক্লাইন করব, তবে কিউরিওসিটি জাগল কি আছে এই ফর্মে সেটা দেখা জন্য। না ফিজিক্সের সাথে জড়িত নয় এসব। নীচের তিনটে প্রশ্নের উত্তর দিতে হল

আপনি নিজেকে কোন লিঙ্গের মনে করেন?

আপনার এথনিক অরিজিন কি?

আপনি কোন রেসের?

সাথে উত্তর। বেছে নিতে হবে। আমি জানি না এসব কি কারণে? এর সাথে কোন পেপার রিভিউ করার সম্পর্ক কি? তবে এটা জানি এই চাপটা আসছে পশ্চিমা বিশ্বের সরকারগুলো থেকে। এভাবেই বিভিন্ন লিঙ্গের ধারণা একটু একটু করে পুশ করা হচ্ছে। এটা ঠিক সেখানে উত্তর না দেবার অপশন আছে। কিন্তু আমার কেন যেন মনে হয় এ ধরণের প্রশ্নই এখানে অপ্রাসঙ্গিক।

এই নয়া জমানাই ই আমরা চেয়েছিলাম?

দুবনা, ০৯ জানুয়ারি ২০২৩ 



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন