সময়

অধিকাংশ মানুষের ক্ষেত্রে সত্য হলেও পরনিন্দা, পরচর্চা, ঈর্ষাকাতর হবার প্রবণতা আমাদের সব দেশে অনেকটা মহামারীর মত। যারাই জন্মসূত্রে, বর্ণে বা সংখ্যাগরিষ্ঠতার কারণে নিজেদের শ্রেষ্ঠ মনে করে তারা অন্যদের সামান্যতম সাফল্যও হজম করতে পারে না। শুরু হয় কুৎসা রটানো। নিজেরা ভালো হয়ে না যারা ভালো তাদের নিশ্চিহ্ন করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখাই এদের লক্ষ্য। এর ফলে অন্যদের ক্ষতি তো হয়ই, এ সমস্ত লোকেরা সমাজের যে অংশের প্রতিনিধিত্ব করে সেটাও পচে যায়।বিদ্যানন্দকে ঘিরে বর্তমান কার্যকলাপ সেটাই মনে করিয়ে দেয়।

মস্কোর পথে, ১৬ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন