বন জীবন

আমি সাধারণত এপ্রিলের শুরুতেই বনে যাই প্রথম ফুলের খোঁজে। এ সময় কিছু কিছু জায়গায় বরফ গলে যায় আর সেখান থেকে উঁকি দেয় দুই একটা ফুল। পয়লা এপ্রিল ঠিক তেমনটাই ঘটেছিল। গতকাল মানে ০৮ এপ্রিল যখন বনে গেলাম কিছু কিছু জায়গা পরিস্কার তারা ভরা রাতের আকাশের মত ফুলে ফুলে ভরে উঠেছে। অনেক লোকের আগমনে বন নতুন প্রাণ ফিরে পেয়েছে। অনেকেই বারবিকিউ করছে। বসন্ত এসে গেছে। 

দুবনা, ০৯ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা