সুব্বোৎনিক

আগামী শনিবার রাশিয়ায় সারা দেশব্যাপী সুব্বোৎনিক। প্রতি বছর এপ্রিলের এই সময়টায় এখানে সুব্বোৎনিক করে। মূলত এসময় বরফ প্রায় গলে যায়, গাছে গাছে বসন্তের আগমনী বার্তা। তাই পুরানো পাতা সরিয়ে নতুনকে বরণ করতেই এই ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নে এই সুব্বোৎনিকের নাম ছিল লেনিন সুব্বোৎনিক। এখন আর সে নাম নেই। তবে কাকতালীয় ভাবে এবার সুব্বোৎনিক হবে ২২ এপ্রিল লেনিনের জন্মদিনে। রাশিয়ায় বর্তমানে সোভিয়েত ইউনিয়নের অনেক কিছুই ধীরে ধীরে হলেও ফিরে আসছে। অনেক দিন বিস্মৃতির আড়ালে থাকার পর সেই সময় আবার একটু একটু করে ফিরে আসছে জীবনে। সে সময় ভালো অনেক কিছুই ছিল, তবে খারাপের পরিমাণও কম ছিল না। ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু ভালোটাই গ্রহণ করা যায় না। মন্দ অনেক কিছুও চলে আসে। আসল কথা ভালো আর মন্দের অনুপাত কত। দেখা যাক।

২০ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন