নাম মাহাত্ম্য

রাশিয়া খৃস্টান ধর্মে দীক্ষিত হয় ৯৮৮ সালে কিয়েভে। তখন এ দেশের মানুষ ছিল মূর্তি পূজারী। অনেক দিন চেষ্টা করেও মানুষকে পুরানো অভ্যেস ত্যাগ করাতে ব্যর্থ হয়ে এরা জনগণের অনেক উৎসব গ্রহণ করে নেয়। ইভানা কুপালা, মাসলেননিৎসা এর উদাহরণ। 

ছোটবেলায় আমাদের গ্রামের কোন কোন মুসলিম পরিবারে লক্ষ্মীর ঘট দেখেছি। ইসলাম বা অন্য কোন ধর্ম গ্রহণ করে নাম বদলানো সহজ কিন্তু হাজার বছর ধরে গড়ে ওঠা খাদ্যাভাস থেকে শুরু করে অনেক অভ্যেস বদলানো কঠিন। সরকার, সরকারি দল বা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ চাইলেই যেকোন রাস্তা, গ্রাম, শহর, নদী এমনকি দেশের নাম পর্যন্ত বদলিয়ে ফেলতে পারে কিন্তু এর ফলে মানুষ, মানুষের অভ্যাস বদলাবে না, নদী জলে ভরে উঠবে না, দেশ থেকে ঘুষ, দুর্নীতি বিদায় নেবে না। 

পাকিস্তানের নামকরণের পেছনে পাঞ্জাব, কাশ্মীর ইত্যাদি প্রদেশের গল্প বলা হলেও আসল কারণ ছিল পাক শব্দে যার অর্থ পবিত্র। ইতিহাস দেশের নামের সাথে তার শাসক ও জনগণের চরিত্রের মধ্যে হিমালয় সম ফারাকের সাক্ষ্য দেয়। 

এধরনের সস্তা জনপ্রিয়তা লাভের প্রচেষ্টা আসলে ভেতরের দুর্বলতার বহিঃপ্রকাশ।

দুবনা,২৯ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা