ভয়
আজকাল লোকেরা আত্মসমালোচনা করে না কেন?
আত্মসমালোচনা করার জন্য তোমাকে নিজের হতে হবে। কিন্তু আজকাল মানুষ তো নিজের নয়, কোন না কোন কোম্পানির, দলের, দেশের কাছে সে দায়বদ্ধ। শয়তানের কাছে আত্মা বিক্রি করে তো আর আত্মসমালোচনা করা যায় না। তাকে তার বসদের সুনাম গাইতে হয়, তাদের হাজারটা খুন জায়েজ করাতে হয়। এটা আসলে সময়ের দোষ। তুমি যখন চারিদিক থেকে ওদের কাছে ধরা তখন মুখ খোলার উপায় কোথায়? আমাদের সব দেশে গুম করে, ক্রাস ফায়ারে মারে। উন্নত বিশ্বে আত্মহত্যা করায় বা কোন মহিলাকে দিয়ে তোমার বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করায়। সেটা এত আগে ঘটেছিল যে তুমি তো তুমি, যে অভিযোগ করছে সেও ঠিকঠাক মনে করতে পারে না। কিন্তু এখন তো অপরাধ প্রমাণের বালাই নেই, শুধু মুখ খুলে অভিযোগ করলেই হল। তুমি শেষ। এই যে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে চারিদিকে সেজন্য কেউ আর আত্মসমালোচনা করার সাহস পায় না। কারণ যে আত্মসমালোচনা করে সে সত্যকে ভয় পায় না। ওরা পায়। তাই তো মুখ বন্ধ করে দেয় বিভিন্ন উপায়ে।
দুবনা, ২৫ এপ্রিল ২০২৩
আত্মসমালোচনা করার জন্য তোমাকে নিজের হতে হবে। কিন্তু আজকাল মানুষ তো নিজের নয়, কোন না কোন কোম্পানির, দলের, দেশের কাছে সে দায়বদ্ধ। শয়তানের কাছে আত্মা বিক্রি করে তো আর আত্মসমালোচনা করা যায় না। তাকে তার বসদের সুনাম গাইতে হয়, তাদের হাজারটা খুন জায়েজ করাতে হয়। এটা আসলে সময়ের দোষ। তুমি যখন চারিদিক থেকে ওদের কাছে ধরা তখন মুখ খোলার উপায় কোথায়? আমাদের সব দেশে গুম করে, ক্রাস ফায়ারে মারে। উন্নত বিশ্বে আত্মহত্যা করায় বা কোন মহিলাকে দিয়ে তোমার বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করায়। সেটা এত আগে ঘটেছিল যে তুমি তো তুমি, যে অভিযোগ করছে সেও ঠিকঠাক মনে করতে পারে না। কিন্তু এখন তো অপরাধ প্রমাণের বালাই নেই, শুধু মুখ খুলে অভিযোগ করলেই হল। তুমি শেষ। এই যে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে চারিদিকে সেজন্য কেউ আর আত্মসমালোচনা করার সাহস পায় না। কারণ যে আত্মসমালোচনা করে সে সত্যকে ভয় পায় না। ওরা পায়। তাই তো মুখ বন্ধ করে দেয় বিভিন্ন উপায়ে।
দুবনা, ২৫ এপ্রিল ২০২৩
Comments
Post a Comment