অনুভূতি
আমরা কথায় কথায় উন্নয়নের কথা বলি, মধ্য আয়ের দেশের কথা বলি। নিজেদের তৃতীয় বিশ্বের উন্নয়নের মডেল বলে দাবি করি। ভারত ও পাকিস্তানের সাথে তুলনা করি। গর্বিত বোধ করি। আর এ সবই সম্ভব হয়েছে বাহান্ন, একাত্তরকে আমরা বুকে ধারণ করেছিলাম বলেই। আমরা বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে গর্ব বোধ করি। কিন্তু বাঙালি তো এই ভূখণ্ডে বসবাস করা মানুষ শুধু নয়, বাঙালি এক বিশেষ ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, জীবনধারার ধারক ও বাহক। এখানে ভাত আর মাছের মতই বাউলের গান, ভাটিয়ালি, রবীন্দ্রনাথ, নজরুল, পয়লা বৈশাখ, একুশ একাকার। এর কোন একটা ত্যাগ করা মানে নিজেদের অস্তিত্ব বিপন্ন করা। আর বাঙালি যদি না থাকে শ্রেষ্ঠ বাঙালি কি থাকবে? যদি পয়লা বৈশাখের মঙ্গল যাত্রা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মঙ্গল যাত্রা বন্ধ করা কি বাঙালির অনুভূতিতে আঘাত করে না? সরকার যদি এখনই এই অপচেষ্টার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয় তবে এই উন্নয়ন, এই ডিজিটাল বাংলাদেশ সবই অর্থহীন হয়ে যাবে।
মস্কো, ০৯ এপ্রিল ২০২৩
Comments
Post a Comment