দেশ
বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক পড়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু বাইরে ব্যবহারের জন্য মুসলিম নাম গ্রহণ করত ঠিক যেমন আত্মগোপনে থাকার সময় অনেক হিন্দু কমিউনিস্ট মুসলিম নাম ধারণ করত। এখন গ্রামগঞ্জের হিন্দু নাম পরিবর্তনের উৎসব দেখে মনে হচ্ছে আবার একাত্তরে ফিরে গেছি আমরা - উল্টো একাত্তরে।
নাম পরিবর্তনের তালিকা থেকে একটা জিনিস স্পষ্ট - কৃষ্ণ হচ্ছে মোহাম্মদ, কালি হয় ইসলাম নয় খালি। এত ঝামেলা না করে সমস্ত রাস্তাঘাট, নদীনালা, গ্রামগঞ্জ, শহর বন্দরের নামের আগে একটা মোঃ লাগিয়ে দিলেই তো কিল্লা ফতে। আমলাতান্ত্রিক জটিলতা নেই। নাম বিতর্ক নেই। আবার এটা যে মুসলমানের দেশ সেটাও আরেকবার সবাইকে মনে করিয়ে দেয়া হয়। সাপ আর লাঠি দুজনেই খুশি।
দুবনা, ৩০ এপ্রিল ২০২৩
Comments
Post a Comment