জীবন

যেকোন সমাজের সবচেয়ে বড় সমস্যা হল কোন একটা বিশেষ ধারণাকে ভালো বা মন্দের মাপকাঠি বানানো। মানুষ বহুমুখী। ভালোমন্দের ধারনা তাই একেক জনের একেক রকম। মূল কথা সেটা যেন অসামাজিক বা অন্যদের জন্য ক্ষতিকর না হয়। সোভিয়েত ইউনিয়নে পার্টি সদস্য মানেই ভালো এমন একটা অলিখিত ধারণা ছিল। এটা ছিল তাদের ভালোমন্দ বিচারের অন্যতম মাপকাঠি। আমেরিকা ২০১৬ সালের নির্বাচনের আগে রাশিয়াকে মাপকাঠি বানিয়েছিল। দেশে ভালোর সার্টিফিকেট দেয়া হয় একজন নামাজ পড়ে কিনা তার উপর ভিত্তি করে। মেয়েদের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে হিজাব। হয়তোবা এতে কোন সমস্যা হত না যদি না সমাজের একটা বিরাট অংশের মানুষ মনে করত নামাজ পড়লে বা হিজাব পরলে সাত খুন মাফ হয়ে যায়। ফলে প্রচুর মানুষ ধর্ম বা পর্দা পালন করার পরিবর্তে সেটা ব্যবহার করে ঠিক যেমন প্রচুর মানুষ সরকারি দলে যোগ দেয় দলের হাত শক্ত করতে নয় নিজের আখের গোছাতে। জীবন বহুমাত্রিক। একে খুব বেশি সরল করলে সেটা আর জীবন থাকে না। 

দুবনা, ০৯ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন