ভুল দর্শন

আজকাল অনেকেই এরকম স্ট্যাটাস দেয়
"জীবনে ধর্মের কোন প্রয়োজন নেই। ধর্মের সম্পূর্ণ বিলুপ্তি ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।" কিন্তু ধর্ম বলতে আমরা কেন প্রথাগত ধর্ম বোঝাই সেটা আমার মাথায় ঢোকে না। কারণ বিভিন্ন ধর্মের মধ্যে যে মারামারি হানাহানি সেটা কি নিজ নিজ ঈশ্বরের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে নাকি নিজেদের ক্ষমতার জোর দেখাতে? যারা নিজেদের ঈশ্বরের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় তারা তো তলোয়ার নিয়ে আসে না, আসে শান্তির ও মুক্তির বাণী নিয়ে। তলোয়ার নিয়ে যারা আসে তারা দখল করে রাজ্য, ধনসম্পদ। তাই ধর্ম না থাকলেই যে শান্তি আসবে তার কোন বাস্তব কারণ নেই। কিন্তু যেটা অনেক বেশি বাস্তবসম্মত তা হল শোষণ না থাকলে শান্তি আসবে। ধর্মকে আসলে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যেমন ব্যবহার করা হয় গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি। তাই শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ধর্মের বিরুদ্ধে নয় শোষণের বিরুদ্ধে সোচ্চার হন। 

দুবনা, ২৭ এপ্রিল ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা