গুন্ডার লজিক
যেকোন সমাজের সবচেয়ে বড় সমস্যা যখন কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশ্বাস করে যে তারা যাই করুক না কেন এজন্যে তাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না। এরা যে কোন ধরণের অন্যায় করা তাদের অধিকার মনে করে। প্রায় সব সমাজেই এটা কমবেশি দেখা যায়। তবে যখন কোন দেশ বা জোট এটা করে তখন সারা বিশ্বের নাভিশ্বাস উঠে। আমেরিকা কখনোই আন্তর্জাতিক আইন স্বীকার করে না। এ কারণে আমেরিকা বা তার সহযোগীরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে যেকোন দেশের উপর আক্রমণ চালায়। নিজেদের স্বার্থে যেকোন মানুষ বা দেশকে বলির পাঁঠা বানায়। আজকাল ইউরোপ আমেরিকার অনেকেই পুতিনকে হত্যা করার আহ্বান জানায়। তাদের ধারণা সমস্যা ন্যাটোর সম্প্রসারণে নয়, সমস্যা এক তরফা ভাবে নিজেদের মতাদর্শ অন্যান্য দেশের উপর চাপিয়ে দেয়ায় নয়, সমস্যা সেই সব নেতায় যারা এটা মানে না, এর প্রতিবাদ করে। যেন প্রতিবাদ না থাকলে কোন সমস্যা নেই। এই সূত্রে বিশ্বাস করলে দেখা যাবে পাকিস্তানের দুঃশাসন নয়, বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তান ভেঙেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল পশ্চিমা বিশ্বের অনেক নেতা বিশ্বাস করে পুতিনকে হত্যা করা হলে সব সমস্যার সমাধান হবে, এখানে কেউ আর এর প্রতিবাদে তাদের উপর আঘাত হানবে না। এমনকি ও পক্ষ থেকে প্রিভেন্টিভ নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের কথা ভাবা হচ্ছে। এটা যে তাদের দেশগুলোকে চির শান্তিতে ঘুম পাড়িয়ে দিতে পারে সেটুকু দেখার দূরদৃষ্টি পর্যন্ত তাদের নেই।
দুবনা, ১৮ এপ্রিল ২০২৩
Comments
Post a Comment