যুদ্ধ ও ব্যবসা

 

আপনাদের ক্লারা ডেল পন্টের কথা মনে আছে? তিনি ছিলেন সার্বিয়ার নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক কোর্টে প্রধান প্রসিকিউটর। পরে একসময় তিনি কসোবার নেতাদের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ তুলে পশ্চিমা বিশ্বের বিরাগ ভাজন হন। এর আগেই অবশ্য সার্বিয়া ও রাশিয়া এই অভিযোগ তোলে।

অনেক দিন থেকেই দনবাসের নেতারা ইউক্রেনীয় সৈন্য বাহিনী ও আজভ ব্যাটেলিয়নের এক অংশ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির সাথে জড়িত বলে অভিযোগ করে আসছে। ক্রেতারা হল নেদারল্যান্ড, ইসরাইল, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ড্রাগস কোম্পানি।

গত আট বছরে দনবাসের অনেক লোক হারিয়ে গেছে, হারিয়ে গেছে ইউক্রেনের অনেক ভিন্ন মতাবলম্বী মানুষ। এখন যুদ্ধের সময় এমনকি সদ্য মৃত বা আহত সৈন্যদের হৃৎপিণ্ড, কিডনি, লিভার, চোখ সহ অনেক অঙ্গ নাকি বিক্রি হচ্ছে। ঘটনা সত্য হলে দেখা যাবে যুদ্ধ দীর্ঘ দিন চলুক এটা শুধু অস্ত্র কোম্পানিগুলোই চায় না, ড্রাগস কোম্পানিও চায়। পশ্চিমা বিশ্ব বলে শেষ ইউক্রেনিয়ান পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার কথা কিন্তু কেউ বলে না শেষ ব্রিটন, শেষ আমেরিকান, শেষ জার্মান পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। কেন? কারণ অন্যের মৃত্যুর বিনিময়ে তারা বাঁচতে চায় - চায় নিজেদের ব্যর্থতা ঢাকতে, অর্থনীতি চাঙ্গা করতে আর বিনামূল্যে তেল গ্যাস আর মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেতে। আর একদল তথাকথিত শান্তি বাহিনী ভেড়ার তিন নম্বর বাচ্চার মত গণতন্ত্র গণতন্ত্র বলে আনন্দে লাফায়।

দুবনা, ১১ আগস্ট ২০২২



 

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা