নিয়ম
মানুষ যতই বলুক সে স্বাধীন, সে আসলে পরাধীন। হ্যাঁ, পরাধীন নিজের তৈরি বিভিন্ন নিয়মের কাছে। শুধু মানুষ কেন, সবাই। জীব জগতেও যখন লড়াই শুরু হয় তখন এক পক্ষ হার মেনে নিলে যুদ্ধ থেমে যায়। মানুষের ক্ষেত্রেও তাই। ব্যতিক্রম, যখন একজন হয় অন্যের খাবার। তাই বাঘ আর হরিণের লড়াই (যদি সেটাকে লড়াই বলা চলে) হয় আমরণ। প্রাচীন রোমে এ রকম কিছু লড়াই চালু ছিল। এখন যুদ্ধ হয় এক পক্ষের পরাজয় পর্যন্ত। আর তাই যুদ্ধে বেশ কিছু নিয়ম মেনে চলা হয়। আর সেটা করা হয় যুদ্ধে যেন সেনারা মানবিক বৈশিষ্ট্য হারিয়ে না ফেলে সেজন্যে। ব্যতিক্রম (বলছি বর্তমান সময়ের কথা) নাৎসি বাহিনী, ফলে তারা যুদ্ধবন্দী তো বটেই, সাধারণ মানুষকে পর্যন্ত হত্যা করত। জয় নয়, হত্যাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। ইউক্রেনে আমরা সেটাই দেখছি। ইউক্রেনের সেনারা যুদ্ধে হেরে যখন পালিয়ে যাচ্ছে তখন নতুন করে প্রকাশ পাচ্ছে তাদের ফ্যাসিবাদী চরিত্র।
Comments
Post a Comment