হরিবোল
মজার ব্যাপার কি জানেন? বিশ্বের মুক্তিকামী মানুষ ইউক্রেনের জনগণের কথা ভাবছে, গণতন্ত্র, মানবাধিকারের কথা ভেবে জেলেনস্কিকে সমর্থন করছে, কিন্তু ইউক্রেনের নেতৃত্ব সেখানে বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করে ও ভিন্ন মতের মানুষকে হত্যা করে গণতন্ত্রের গলা টিপে মারছে, ইতালির চেয়ে বড় এলাকা চাষ যোগ্য জমি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দেশের কৃষি ও কৃষকদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, যে সমস্ত এলাকা নিজেদের বলে দাবি করে সেখানে স্কুল, কলেজ, কলকারখানা, এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করছে। প্রশ্ন জাগে জেলেনস্কি ও তার অনুসারীরা কি ইউক্রেনের মানুষের জন্য কিছু করছে, নাকি বিদেশি সাহায্যে পাওয়া অস্ত্র কালোবাজারে বিক্রি করে (যে ব্যাপারে সিবিএস রিপোর্ট করেছে), জনগণের টাকা আত্মসাৎ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, স্কুল কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় অস্ত্র মোতায়েন করে সাধারণ মানুষের জীবন বিপদ সংকুল করছে (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট) আর পশ্চিমা প্রভুদের (জনগণ নয়) রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করছে?
যে শ্রমিক কাপড় তৈরি করে তার পরনে কাপড় নেই, যে কৃষক ফসল ফলায় তার ঘরে খাবার থাকে না, যে দুধওয়ালা দুধ বিক্রি করে তার সন্তান দুধ পায় না। এখন দেখি পশ্চিমা উন্নত বিশ্ব যারা দেশে দেশে শান্তি, গণতন্ত্র, মানবাধিকার এসব ফেরী করে বেড়ায় তাদের উঠানে শান্তি, গণতন্ত্র, মানবাধিকার এসব কিছুই থাকে না। হ্যাঁ, ইউক্রেনের মানুষকে নয়, জেলেনস্কিকে সাহায্য করতে গিয়ে পশ্চিমা বিশ্ব তার জনগণকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে, কম খেতে, কম আরামে থাকতে বলছে। কেন? নিজের দেশের অথবা ইউক্রেনের সাধারণ মানুষের কথা ভেবে? মোটেই না। নিজেদের ক্ষমতা ধরে রাখতে আর সেটা করতে গিয়ে বিভিন্ন দেশে জন বিরোধী সরকারকে ক্ষমতায় এনে। এর পরেও কি আমরা পশ্চিমা গণতন্ত্রের তাবিজ গলায় ঝুলিয়ে ঢাক ঢোল বাজাবো আর দুই হাত উপরে তুলে লাফিয়ে লাফিয়ে গাইব
হরে জনসন হরে বাইডেন
লড়কে লেঙ্গে ইউক্রেন?
Comments
Post a Comment