বিশ্ব জিয়া

জিয়াউর রহমান দু'টো সাঙ্ঘাতিক কথা বলেছিলেন ১) আই উইল মেক পলিটিক্স ডিফিক্যাল্ট; ২) মানি ইজ নো প্রবলেম। 
এর পর চার দশকের বেশি পার হয়ে গেছে কিন্তু প্রতিটি সরকার দলমত নির্বিশেষে দেশের রাজনীতি কঠিন করে তুলছে। আর প্রতিটি সরকারই তাদের ছাত্র সংগঠনের জন্য টাকার সমস্যা দূর করেছে। 

কথা হল এখন বিশ্ব রাজনীতিও কঠিন হয়ে পড়েছে। হেনরি কিসিঞ্জার নিজে সে কথা বলছেন। অন্যদিকে বাংলাদেশের সরকারের অনুগত ছাত্র সংগঠনের মত যেসব দেশ আমেরিকার অনুগত তাদের জন্য ডলার এখন ছাপাখানা থেকে সোজা পকেটে চলে আসছে। 

জিয়াউর রহমান ছিলেন আমেরিকা, চীন, পাকিস্তান, সৌদি আরব এসব দেশের আশির্বাদ পুষ্ট। স্বাধীনতার ঘোষণা পাঠের মত এ দুটি ঘোষণাও কি অন্যের (আমেরিকার) লেখা ছিল নাকি জিয়াউর রহমানের ভূত বাইডেন সহ বিভিন্ন পশ্চিমা নেতাদের ঘাড়ে চেপে বসেছে? 

কে এই বিশ্ব জিয়া? 

দুবনা, ১৬ আগস্ট ২০২২



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন