মৃত্যুর খোঁজে

ইউক্রেন জাপারোঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করেই যাচ্ছে। গতকাল কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাই লাইনের কতগুলো পিলার উপড়ে ফেলেছে কিয়েভের সন্ত্রাসবাদীরা। ফলে পারমাণবিক বিপর্যয় আজ আর কল্পনা নয়, এটার অবয়ব ক্রমশ দৃশ্যমান হতে শুরু করেছে।  

পশ্চিম ফ্রন্ট নিশ্চুপ। এরমধ্যেই পশ্চিমের অনেক বিশেষজ্ঞ পারমাণবিক যুদ্ধের লাভ লোকসানের হিসাব নিকাশ শুরু করেছে। এক হিসেবে আমেরিকা ও রাশিয়ার মধ্যে অল আউট যুদ্ধে মারা যাবে পাঁচশ কোটি মানুষ। আবার কেউ বলছে যুদ্ধটা হবে লোকাল। তাতে মারা যাবে দেড় কোটির মত মানুষ। ইউরোপে। এরপর ইউরোপ অনেক দিনের জন্য হবে বসবাসের অযোগ্য। এসবের পরেও ইউরোপের দেশগুলো মন্ত্রমুগ্ধের মত যুদ্ধের যজ্ঞে ঘি ঢেলে যাচ্ছে। আমরা কি মানবতার মৃত্যু দেখতে যাচ্ছি? 

দুবনা, ১৭ আগস্ট ২০২২


Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন