অপরাধ
কালেক্টিভ পাপ - এটা ফ্যাসিবাদের অন্যতম বৈশিষ্ট্য। এর উপর ভিত্তি করেই নাৎসি জার্মানি ইহুদি, জিপসি, রুশ ও অন্যান্য অনেক জাতির মানুষ নির্বিচারে হত্যা করেছে। তুমি কোন দোষ করেছ কি-না সেটা বড় কথা নয়, তুমি ইহুদি এটাই তোমার অপরাধ। আজকাল বাংলাদেশেও এমনটা দেখা যায়। তুমি ধর্ম অবমাননা করেছ কি-না সেটা বড় কথা নয় তুমি হিন্দু এটাই তোমার দোষ। একই ভাবে আজ পশ্চিমা বিশ্ব রুশদের উপর এই কালেক্টিভ দোষ চাপায়, এদের খেলোয়াড়, শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি, সাহিত্য, কুকুর, বিড়াল পর্যন্ত ক্যান্সেল করার চেষ্টা করে। তুমি পুতিনের রাজনীতি সমর্থন কর কি-না সেটা প্রশ্ন হয়, তুমি রাশিয়ার নাগরিক এটাই তোমার অপরাধ। আর এটাই হচ্ছে বর্ণবাদ, ফ্যাসিবাদ। ইউক্রেন যুদ্ধে শরণার্থী ও রুশ প্রশ্নে ইউরোপীয়ানরা যে মনোভাব দেখিয়েছে সেটা নতুন করে তাদের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র বিশ্বের কাছে তুলে ধরেছে।
দুবনা, ১০ আগস্ট ২০২২
Comments
Post a Comment