কুইনর গেস্ট
কাকু (দ্বিজেন শর্মা) প্রায়ই কুইনের গেস্টদের গল্প করতেন (কাকু বলতেন কুইনর গেস্ট)। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী ইংল্যান্ডে বসবাস করেন। সাধারণত তাঁরা দেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করতেন। অনেকেই আবার সাহিত্য চর্চা করতেন। প্রতি ছয় মাস অন্তর অন্তর তাঁদের ইমিগ্রেশন অফিসে দেখা করতে হত। তাঁরা যথারীতি সেখানে হাজিরা দিতেন আর ইমিগ্রেশন অফিসারের "চাকরি খুঁজছেন?" এই প্রশ্নের উত্তরে খুঁজছি বলে আগামী ছয় মাসের ভাতা নিশ্চিত করে বাসায় ফিরতেন। দুই পক্ষই খুশি। একপক্ষ ভাতা দিয়ে, অন্য পক্ষ ভাতা পেয়ে। এটা বুদ্ধিজীবীদের বুদ্ধি চর্চার পথ কিছু দিনের জন্য হলেও কন্টকমুক্ত করত।
এখন ইংল্যান্ড সহ সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে সব কিছুর দাম বাড়ছে সাধারণ মানুষের জীবন ছাড়া। শুনলাম ভাতার উপর নির্ভরশীল মানুষেরা নাকি সবচেয়ে বেশি কষ্ট পাবে। এখন কী হবে এসব মহারানীর অতিথিদের?
দুবনা, ০৪ আগস্ট ২০২২
Comments
Post a Comment