মরণ ফাঁদ
ইউক্রেন জাপারোঝিয়ার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ অব্যাহত রেখেছে। আজ পাশের জলবিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করেছে যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভয়াবহ হতে পারে কেননা সেক্ষেত্রে তার কুলিং সিস্টেম অকেজো হয়ে যাবে। অবস্থা দেখে মনে হয় ইউক্রেন একা মরতে চায় না, সারা পৃথিবী নিয়েই ধ্বংস হতে চায়। প্রথমত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ইউরোপকে আঘাত করবে আর এতে যদি পরবর্তী ঘটনা কন্ট্রোলের বাইরে চলে যায় তবে অংশ আউট পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ধারণা করা যায় যে বর্তমান আক্রমণ আমেরিকা, ইউকে আর পোল্যান্ডের সামরিক উপদেষ্টাদের সক্রিয় অংশগ্রহণে হচ্ছে। তবে ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যে কোন সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর সেটা হলে ইউক্রেন ভাগ্য পশ্চিমা বিশ্বের হাতে নয় পশ্চিমা বিশ্ব তো বটেই বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে ইউক্রেন। এজন্যেই বলে হনুমানের হাত কুড়াল দিতে নেই।
দুবনা, ১৩ আগস্ট ২০২২
Comments
Post a Comment