ভগবান মারা গেছে

 রাত দুপুরে হিন্দু পাড়ায় কে যেন চিৎকার করে উঠল
ভগবান মারা গেছে।
চারিদিকে কান্নার রোল শোনা গেল। কাঁদছে আর বিলাপ করে বলছে ভগবান মারা গেছে। 

কথাটা গিয়ে পৌঁছেছে মুসলমান পাড়ায়। জড়ো হয়েছে কিছু লোক। জল্পনা চলছে এটা নাস্তিকতা কি-না। কেউ বলছে নাস্তিকতা, কেউ বলছে না। ভগবান বলে কেউ নেই। এটাকে যদি নাস্তিকতা বলে স্বীকার করা হয় তাহলে ভগবানের অস্তিত্ব স্বীকার করা হয়। আর এটা ইসলাম বিরোধী। কিন্তু এমন একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে? এই উপলক্ষ্যে একটু ভাঙচুর, একটু মারধর, একটু লুটপাট। শেষ পর্যন্ত লোভের জয় হোল। ওরা নাস্তিক মার স্লোগান দিয়ে হিন্দু পাড়ায় হাজির। এসে দেখে সত্যি সত্যি একজন মারা গেছে আর ওর নাম ভগবান। এবার ওরা পুলিশের কাছে দাবি করল যেন আইন করে মানুষের নাম ঈশ্বর, ভগবান এসব রাখা বন্ধ করা হয়। মানুষের নাম ঈশ্বর বা ভগবান রাখা যেন ব্লাসফেমি বলে গণ্য করা হয়। বেচারা বিদ্যাসাগর।

দুবনা, ০১ আগস্ট ২০২২




Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা