নিষিদ্ধ নিষেধাজ্ঞা

পুতিনের বন্ধু বান্ধবী সবার উপর একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কেউ কেউ প্রশ্ন করছেন এরপর কে? পুতিন, কমরেড সি, এরদোগান, মোদী, ওরবান এরা অনেকেই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। তারপর? কয়েক মাস আগেও মাক্রোন, জনসন, বাইডেন, শোলজ সহ সব নেতারাই পুতিনের বন্ধু ছিলেন, এভাবেই তারা একে অন্যকে সম্বোধন করতেন। এমনকি জুনিয়র বুশ, কিসিঞ্জার, আরও অনেকেই এই তালিকায় পড়েন। এরাও আসতে পারে হারামীর তালিকায়। বিশ্বাস হয় না? এতদিন পশ্চিমা বিশ্ব রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এখন জনগনকে পাঁচ মিনিটের বেশি স্নান না করতে, যখন তখন এসি ব্যবহার না করতে বলছে। এটা কি নিজ দেশের জনগণের উপর নিষেধাজ্ঞা নয়? তাই যদি হয় তাহলে পুতিনের এই ছদ্মবেশী বন্ধুদের উপর নিষেধাজ্ঞা জারি করতে সমস্যা কোথায়? তাছাড়া শত্রুবেশী বন্ধুদের কথা ভুললেই বা চলবে কিভাবে? ন্যুল্যান্ডের বিস্কুট রাশিয়াকে ক্রিমিয়া উপহার দিয়েছে আর মার্কিন কংগ্রেস আর ইউরো পার্লামেন্ট প্রায় পুরো ইউক্রেন। তাই ওরা যদি প্রতিদিন একটা করেও নিষেধাজ্ঞা আরোপ করে বছর দশকের শো গ্যারান্টেড।

দুবনা,০৩ আগস্ট ২০২২



Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা