বন্দী জীবন
মৌলবাদীরা সারা বিশ্বে তাদের রাজ্য বা খেলাফত প্রতিষ্ঠা করতে চাইলে আমরা যেভাবে
তার বিরোধিতা করি ঠিক একই ভাবে পশ্চিমা বিশ্ব যখন সারা বিশ্বে তাদের শাসন
প্রতিষ্ঠা করতে চায় তার বিরোধিতা করতাম পৃথিবী আজ অন্যরকম হত। যদি আমরা পশ্চিমা
বিশ্বের অনুকরণে নিজেদের দেশ গড়তে চাই তাহলে কি উপনিবেশ শাসন থেকে বেরুনোর জন্য এত
ত্যাগের দরকার ছিল? কোন জাতি স্বাধীনতা চায় অন্যের দেওয়া অনুশাসনে নয়, হাজার বছর
ধরে ঐতিহাসিক ভাবে ও ভৌগলিক কারণে সেই এলাকায় যে সংস্কৃতি, যে সামাজিক বন্ধন গড়ে
উঠেছে সেটাকে নিজের মত করে বিকাশ করতে, সেই পরিমন্ডলে বাস করতে। বিভিন্ন দেশে ভাষা
আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এসবের পেছনে এই আকাঙ্খাই কাজ করে। সেদিক থেকে দেখলে
রঙ বেরঙের বাসন্তী আন্দোলন আমাদের স্বাধীন করার জন্য নয়, সেটা আমাদের নব্য
ঔপনিবেশিক শৃঙ্খলে বন্দী করার জন্য নতুন ফাঁদ। খাঁচা সোনার হলেও সেটা খাঁচাই আর সে জীবন বন্দী জীবন।
দুবনা, ১১ অক্টোবর ২০২২
Comments
Post a Comment