ঋষি তুমি কার?
ঋষি সুনাক বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। ভারতীয় বংশোদ্ভুত তো বটেই, বৃটেনের প্রথম অশেতাঙ্গ প্রধানমন্ত্রীও তিনিই। তবে গায়ের রং আর নামে পদবীতে ভারতীয় (যদিও তাঁর পিতা মাতা দু'জনেই আফ্রিকা থেকে আসা) হলেও এবং যতদূর শোনা যায় পকেটে আমেরিকার গ্রীন কার্ড ধারণ করলেও তিনি একজন বৃটিশ এবং বৃটেনের স্বার্থেই কাজ করবেন বলে আশা করা যায়। যারা তাঁর ভারতীয় অরিজিন দেখে উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলব ১৯৯২ থেকে আজ পর্যন্ত প্রায় পুরো সময়টাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নারী, ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত দীর্ঘ আট বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন একজন আফ্রো আমেরিকান। কিন্তু না বাংলাদেশ, না আমেরিকা - কোথাও বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়ে নাই, বাংলাদেশের নারীরা এখনও সামাজিক ভাবে নির্যাতিত, হেয় যেমনটা আমেরিকার আফ্রো আমেরিকানরা। ঋষি এসেছেন বৃটিশদের সমস্যার সমাধান করতে, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার চোরাবালি থেকে তাদের টেনে বের করতে। আসুন এসব কাজে আমরা তাঁর সাফল্য কামনা করি।
দুবনার পথে, ২৪ অক্টোবর ২০২২
Comments
Post a Comment