হা ভগবান

সেদিন একজন কথা প্রসঙ্গে জানতে চাইল ভগবান আছেন কি না। এদের ধারণা আমরা যারা কসমোলজিস্ট মানে সৃষ্টির রহস্য উদঘাটন করার জন্য গবেষণা করছি তারা এসব প্রশ্নের উত্তর জানি আর না জানলেও খুঁজি। কিন্তু যেহেতু ভগবানের থাকা না থাকার কোন পরীক্ষামূলক প্রমাণ আমার নেই তাই বললাম

ভগবান বা ঈশ্বর না থাকলেও তাঁকে তৈরি করতে হত। না হলে নাস্তিকরা নির্ভয়ে সৃষ্টিকর্তাকে গালি দিত কিভাবে? জাপান কোরিয়ায় শুনেছি অফিসের সামনে মালিকের পাপেট থাকে ক্ষুব্ধ কর্মচারীদের কিল ঘুষি খাওয়ার জন্য। ভগবানও মনে হয় এই দায়িত্বে নিয়োজিত।

রাজনীতি না করলেও মাঝেমধ্যে রাজনীতিবিদদের মত প্রশ্নের উত্তর দিতে হয় যা শাঁখের করাতের দু দিকেই কাটে। হা ভগবান!

দুবনা, ২৮ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি