প্রশ্ন


জোয়ান রোউলিং কে নিয়ে বৃটেনে আবার বিতর্ক। না, তাঁর সাহিত্য নিয়ে নয়, সামাজিক বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে। তাঁর অপরাধ তিনি অপ্রাপ্ত বয়স্কদের অধিকার নিয়ে কথা বলেছেন। যারা শিশুদের যৌনতা বিষয়ে স্বাধীনতা দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একটা সময় ছিল যখন সমাজ তাঁর যৌক্তিক প্রশ্নের পাশে দাঁড়াত এখন সেই সমাজ তাঁর বিরুদ্ধে। সময় বদলে গেছে। এ প্রসঙ্গে আমার কিছু প্রশ্ন জাগছে মনে। শিশুরা যদি তারা ছেলে না মেয়ে এই ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তবে তারা ভোট দিতে পারে না কেন? হয়তো প্রশ্ন করতে পারেন ভোট হল নাগরিক অধিকার, মানুষের তৈরি নিয়ম বা আইন যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয় তার জন্য ম্যান্ডেট দেয়া। অন্যদিকে কেউ ছেলে না মেয়ে এটা বায়োলজিক্যাল বা প্রাকৃতিক ব্যাপার। তাই যদি হয় তাহলে এখানে মানুষ হাত দেবে কেন? মানুষ প্রকৃতির অংশ। প্রকৃতি রক্ষা পরিবেশ আন্দোলনকারীদের প্রধান লক্ষ্য। সেই যুক্তিতে শিশুদের উপর এই এক্সপেরিমেন্ট কি পরিবেশ বিরোধী নয়? পরিবেশ বিপ্লবীরা কি বলেন?

দুবনা, ০৯ অক্টোবর ২০২২ 




Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা