ভোট ডাকাতি
আজ নাকি প্রথমবারের মত জাতিসংঘে বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অনেকেই এতে অবাক হয়েছেন। কিন্তু যতদূর জানি গণতান্ত্রিক রীতিনীতিকে কাচকলা দেখিয়ে ভোট হয়েছে প্রকাশ্যে যদিও গণতন্ত্র গোপন ভোটের পক্ষেই বলে কারণ তাতে ভোট দানকারী নির্দ্বিধায় নিজের মতামত প্রকাশ করতে পারে। যেহেতু বিশ্বের অনেক দেশই পশ্চিমা বিশ্বের কাছে কোন না কোন ভাবে দায়বদ্ধ এবং এখনও পশ্চিমা বিশ্ব স্যাঙ্কশন আরোপসহ বিভিন্ন ভাবে উন্নয়নশীল বিশ্বের ব্যাপক ক্ষতি করতে পারে তাই প্রকাশ্য ভোট এক্ষেত্রে অনেকটা বন্দুকের মুখে ভোট দানের মত। তাই এটাকে ভোট না বলে ফার্স বলাই শ্রেয়। অথবা আমাদের পরিচিত ভাষায় - জাতিসংঘে আজ ভোট ডাকাতি হয়েছে আর সেই ভোট ডাকাতিতে অন্য অনেক দেশের মত বাংলাদেশের ভোটও ডাকাতি হয়ে গেছে পশ্চিমা বিশ্বের পক্ষে।
দুবনা, ১৩ অক্টোবর ২০২২
Comments
Post a Comment