সন্ত্রাস
সন্ত্রাস শব্দের মূল ত্রাস। যে কাজ ত্রাসের বা ভয়ের সৃষ্টি করে সেটাই সন্ত্রাস আর যে বা যারা এটা করে সে বা তারা সন্ত্রাসী। ধরুন একজন লোক কিরিচ বা বন্দুক বা ঐ জাতীয় কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি সে যদি ঐ মূহুর্তে সরাসরি কাউকে আক্রমণ নাও করে ঐ বেশে উপস্থিতিই অন্যদের ভয়ের কারণ হতে পারে। তাই সে সন্ত্রাসী। একই ভাবে কোন লোক বা কোন দেশ যখন ভয় দেখিয়ে অন্যদের কাছ থেকে কিছু আদায় করতে চায় সেই লোক বা সেই দেশ সন্ত্রাসী। বিশ্ব রাজনীতিতে নিজেদের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন আদায়ের জন্য পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক স্যাঙ্কশন সহ বিভিন্ন বাধা নিষেধ আরোপের যে হুমকি দেয় সেটাও এক ধরণের সন্ত্রাস। আর সেই বিচারে এই মুহূর্তে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী দেশ নিঃসন্দেহে আমেরিকা।
দুবনা, ১৪ অক্টোবর ২০২২
Comments
Post a Comment