দাসত্বের মূল্য

এক্স সোভিয়েত ইউনিয়নের এক রিপাবলিক সম্পর্কে বলা হত এটা পৃথিবীর সবচেয়ে স্বাধীন দেশ কারণ তার উপর পৃথিবীর কিছু্ই নির্ভর করে না এমনকি তার নিজের ভাগ্যও না। ইউরোপের অধিকাংশ দেশ আজ চাইলেই তেল, গ্যাস কিনতে পারে না, এসব দেশের মানুষ ইচ্ছে মত স্নান করতে পারে না, ঘরের তাপমাত্রা কত হবে সেটাও উপর থেকে বলে দেয় আর এই সব উপরওয়ালারা কথা বলে আরো উপরের নির্দেশে। ইউরোপের এসব উন্নত দেশগুলোর মানুষ আজ তাদের সরকার মার্কিন আনুগত্য আর ইউক্রেনের কাছে জিম্মি। সবচেয়ে বড় কথা বিশ্বের রাজনৈতিক মঞ্চ থেকে ইউরোপ ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে ইউরোর সাথে সাথে। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে দিন দিন তারা মুক্ত হচ্ছে অন্যের তো বটেই এমনকি নিজেদের ভালোমন্দের ব্যাপারে সিদ্ধান্ত নেবার অধিকার থেকে। দাসত্বের মূল্য এমনটাই হয়। অনেক আগে এরা নিজেরাই দাসদের এই মূল্য নির্ধারণ করেছিল।

মস্কো, ০২ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন