মাস্তান

আমরা প্রায়ই বিচারহীনতার সংস্কৃতির কথা বলি। বলি আমাদের সব দেশের মূল সমস্যা এই বিচারহীনতা। আর সেই সাথে জবাবদিহিতার অনুপস্থিতি। সেটা গেল আমাদের দেশের ক্ষেত্রে। কিন্তু বিশ্ব রাজনীতিতে আমরা কি দেখি? বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের জবাবদিহিতা পরিপূর্ণ ভাবে অনুপস্থিত। সে দেশ বিশ্ব রাজনীতিতে নিজেকে সমস্ত রকমের বিচারের ঊর্ধ্বে মনে করে। আর এই মাস্তান মাস্তান ভাবই বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক। চিকাতিলোর মত অনেক সিরিয়াল কিলার ও ধর্ষকরা শুনেছি নিজেদের পরিবারের প্রতি খুবই যত্নশীল ছিল। নিজ দেশে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী যুক্তরাষ্ট্র ঘরের বাইরে সকলের ঘুম কেড়ে নেয়। এটা যতদিন থাকবে বিশ্বে শান্তি নিজের কানের মত অগোচরেই থেকে যাবে। 

দুবনা, ২৭ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন