প্রগতিশীলতা
গতকাল ফরহাদ ভাইকে নিয়ে আমার দু বছর আগের এক লেখায় একজন লিখেছেন সেই সময়ের রাজনীতিকে এখন বলা হয় দক্ষিণপন্থী।
নিজের শক্তির সঠিক মূল্যায়ন করে সেটার সদ্ব্যাবহার করার নামই আমার মনে হয় প্রগতিশীলতা। প্রগতির সাথে গতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি চরম লক্ষ্যে পৌঁছানোর শক্তি না থাকে তাহলে অন্য পথে না গিয়ে এক জায়গায় বসে চৌকাঠে মাথা ঠুকে আন্দোলনে গতি আনা যায় না। এতে শক্তি ক্ষয় হয়, জনগন বিভ্রান্ত হয়, আন্দোলন সমর্থন হারায়। বড় জয়ের জন্য অপেক্ষা না করে ছোট ছোট জয়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া তাই খুব গুরুত্বপূর্ণ। জনগন সমর্থন লাভে এসব জয়ের মূল্য অপরিসীম। কিন্তু আমরা বিভিন্ন নাম দিয়ে এসব কৌশলগত আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি বিধায় নিজেরাই হারিয়ে ও হেরে যাচ্ছি। এটাও মনে হয় বর্তমানে বাম আন্দোলনের চোরাবালিতে আটকে থাকার একটা কারণ।
মস্কো, ১০ অক্টোবর ২০২২
Comments
Post a Comment