হঠকারিতা

কেউ ইনবক্সে কেউবা কোন স্ট্যাটাসের কমেন্টে জানতে চায় পুতিনের শারীরিক অবস্থার কথা। দেশে নাকি তাঁর শারীরিক অসুস্থতার খবরে বাজার গরম। এখানে এ নিয়ে কোন খবর নেই। তার মানে এই নয় যে এখানে সেসব গোপন করে রাখা হয়। কোন কিছু গোপন করে রাখার দিন শেষ। 

সত্যিকারের শক্তিশালী দল চায় তার প্রতিপক্ষ যেন পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে যাতে তারা সেই দলের বিরুদ্ধে খেলে জয়লাভ করে মানসিক তৃপ্তি লাভ করে। দুর্বল দল চায় প্রতিপক্ষের খেলোয়াড়রা যেন অসুস্থ হয়ে খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। পুতিনের অসুস্থতা নিয়ে পশ্চিমা মাধ্যমের মাতামাতি সেসব দেশের দুর্বলতা প্রকাশ করে। এটা আসলে ওদের হীনমন্যতা। তাছাড়া আমার বিশ্বাস এখন এদের রাজনীতি আর এক ব্যক্তির উপর নির্ভর করে না। এই ধারণার উপর ভিত্তি করে কৌশল তৈরি করলে তা হবে পশ্চিমাদের আরও একটা রাজনৈতিক হঠকারিতা।

দুবনা, ০১ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন