শেষ যুদ্ধ

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

নজরুলের এই গান হয়তো সত্য হতে যাচ্ছে আর এই শিশুর ভূমিকায় অভিনয় করছেন জোসেফ বাইডেন। তবে যে মহাসাগর এক সময়ে আমেরিকাকে ধরাছোঁয়ার বাইরে রাখত আজ সেই মহাসাগর তার ভালনারেবলিটির কারণ। পারমাণবিক শক্তিতে চলা পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন দুদিক থেকেই আমেরিকার নাকের ডগায় বসে সে দেশ ধ্বংস করতে সক্ষম। সেদিক থেকে রাশিয়া ও চীন অন্তত অনেক দিক থেকে রক্ষিত। তাছাড়া রাশিয়ার আকার এক্ষেত্রে পজিটিভ রোল প্লে করে। 

খবরে প্রকাশ ইউক্রেন এখন নিজের এলাকায় আর সঠিক ভাবে বললে দনেপ্রোপেত্রভস্ক এলাকায় ডার্টি পারমানবিক বোমা বিস্ফোরণ করে ন্যাটোকে যুদ্ধে নামানোর অজুহাতে তৈরি করছে। খনি শ্রমিক আর নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ কাজে নিযুক্ত। ন্যাটো ও আমেরিকার নেতৃত্ব ইতিমধ্যেই এটা যে তাদের যুদ্ধ সেটা প্রকাশ্যে স্বীকার করেছেন। তাই আমরা যে পারমাণবিক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি সে ব্যাপারে আমার সন্দেহ দিন দিন কমছে। রাশিয়া আক্রান্ত হবে, আমেরিকা দুদিক থেকে পারমাণবিক সুনামীর আঘাত অনুভব করবে যাতে সেদেশ ভবিষ্যতে বাসের অযোগ্য হবে আর ইংল্যান্ড হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে সেই সম্ভবনা দিন দিন বাড়ছে। রাশিয়া থাকবে না, তবে পৃথিবীর কাছে রাশিয়ার গুরুত্ব এত কম যে সেটা কেউ টের পাবে না। তেল, গ্যাস, শস্য? ওসব ব্যবহারের মত কেউ তখন থাকবে না। তাই বেশি করে আম খান আর পরলোকের কাস্টমসের ভিড়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। মাছ মাথা থেকে পচতে শুরু করে। আমেরিকা পৃথিবীর মাথা।

দুবনা, ২৩ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন