ভাবনা

বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল আড়মোড়া দিয়ে উঠছে। বাম দলগুলো শীত নিদ্রায় না গেলেও এখন আরও বেশি তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে নির্বাচনী শর্ত দিতে শুরু করেছে। 

ইরানে তুদেহ পার্টি শাহের বিরুদ্ধে ইসলামী দলের সাথে আঁতাত করে অচিরেই সুদে আসলে সেই ঋণ শোধ করেছিল অস্তিত্ব হারিয়ে। বাংলাদেশে সরকারি আর প্রধান বিরোধী দল এখন বিভিন্ন মাত্রায় মৌলবাদ দ্বারা পুষ্ট।

এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাম জোটের আওয়ামী বিরোধী বিভিন্ন দাবি তোলা ও জোট গঠনের আগে ইরানের ঘটনা বিবেচনায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

দুবনা, ১৬ অক্টোবর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন