কথা
মনোযোগ দিয়ে পড়াশুনা কর।
কী হবে লেখাপড়া করে?
অনেক কিছু জানতে পারবে।
জেনে কী হবে?
জ্ঞান আমাদের আলোকিত করে, পথ দেখায়।
কিন্তু আজকাল তো প্রায় সব দেশেই একটাই মাত্র মত, একটাই মাত্র পথ। ওরাই পথ দেখাবে। তুমি অন্য পথের কথা জানলে, অন্য পথে চলতে চাইলে বিপদ। এমনকি সব পথই বন্ধ করে দিতে পারে।
ঠিক আছে। জ্ঞান যদি দরকার না হয়, পড়াশুনা করে ভালো চাকরি করতে পারবে। অনেক টাকা উপার্জন করতে পারবে।
কিন্তু টাকা দিয়ে হবে কী?
আমাদের দেশে বলে টাকা থাকলে বাঘের দুধ পর্যন্ত কেনা যায়।
কিন্তু বাঘের দুধ দিয়ে আমি করব কী? তুমি নিজে কখনও বাঘের দুধ কেনার কথা ভেবেছ?
সেটা ঠিক। কখনো ভাবিনি। কিন্তু টাকা থাকলে অন্য অনেক জিনিস কিনতে পারবে।
ইংল্যান্ডে শুনলাম হাতে এক ডজনের বেশি টম্যাটো দেয় না। অনেক দেশে টাকা থাকার পরেও ঘরের তাপমাত্রা ২০ ডিগ্রি করতে পারবে না, চাইলেই মনের সুখে অনেকক্ষণ ধরে স্নান করতে পারবে না। টাকা দিয়ে যদি এইসব অতি সাধারণ জিনিস করা না যায় তবে হবে টা কি? সোভিয়েত ইউনিয়নে শুনেছি লোকের হাতে কমবেশি টাকা ছিল কিন্তু দোকানে প্রায়ই প্রয়োজনীয় দ্রব্য থাকত না। টাকা তো কেনার মাধ্যম, কিন্তু জিনিস যদি না থাকে তাহলে টাকা থাকা না থাকার মধ্যে পার্থক্য কি? ঠিক যেমন তোমার যদি ফোন করে কথা বলার কেউ না থাকে শত দামী ফোন অর্থহীন, যাওয়ার কোথাও না থাকলে যেমন অর্থহীন সুপার ডুপার গাড়ি।
দুবনা, ০৩ মার্চ ২০২৩
Comments
Post a Comment