হিংসাকে না বলুন
হত্যা হত্যাই, তা সে যে নামেই হোক না কেন। এই যে এক তরতাজা তরুণ প্রকৌশলীকে গলা কেটে হত্যা করা হল তার কারণ পারতপক্ষে ধর্ম হলেও মূল কারণ হল ভিন্ন মত। হ্যাঁ সে ভিন্নমতাবলম্বী - ভিন্ন মতের, ভিন্ন পথের পথিক।আপনি নিজে কি এই হত্যাকাণ্ডের সমর্থক? না হলে ওদের চোখে আপনিও ভিন্নমতাবলম্বী। আপনিও তাদের পটেনশিয়াল শিকার। তাই খুব বেশি দেরি হবার আগেই এদের প্রতিরোধ করুন, নিজের ও নিজের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই আদর্শকে, এই রাজনীতিকে না বলুন।
মস্কোর পথে, ০৫ মার্চ ২০২৩
Comments
Post a Comment