একাকীত্ব

একাকীত্ব ব্যাপারটা আর সব কিছুর মতই আপেক্ষিক। মানুষের যেমন সঙ্গী দরকার, তেমনি তার একাকীত্বও দরকার। কেউ কেউ একা থাকতে ভালোবাসে, একাকীত্ব উপভোগ করে। তার মানে এই নয় যে অন্যের সঙ্গ তার দরকার নেই। একজন ভালো বন্ধু সেটা বুঝতে পারে, তাই এমনকি পাশে বসে থেকেও সেই একাকীত্ব বা নির্জনতা ভঙ্গ করে না। মূল সমস্যা হল অধিকাংশ মানুষ মনে করে কারও সাথে বসে থাকলে কথা না বলাটা অসৌজন্যমূলক। তাই তারা বলার কিছু না থাকলেও বলে। ভদ্রতা দেখাতে গিয়ে অন্যের শান্তি নষ্ট করে। যে সমাজ অন্যের প্রাইভেসি রক্ষা করতে জানে সেখানে এই সমস্যাটা কম। তবে এটা শুধু সেই ক্ষেত্রে সত্য যখন একাকীত্ব ভলেন্টারি। কিন্তু কারো উপর যদি একাকীত্ব চাপিয়ে দেওয়া হয় বা কেউ যদি বাধ্য হয় একা থাকতে, একাকীত্ব বরণ করতে তবে সেটা জীবন আনন্দময় না করে দুর্বিষহ করে তুলতে পারে। তাই একাকীত্ব আনন্দের না বেদনার হবে সেটা শর্তসাপেক্ষ, আপেক্ষিক।

দুবনা, ০৫ মার্চ ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন