উন্নয়নের রেসিপি
দেশের অসম উন্নয়নে সমতা কিভাবে আনা যায়?
রাবণের হাতে দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দিয়ে।
বলেন কী? ও তো সীতা চোর!
তাতে কি? দেশের মানুষ, নেতারা কি পরকীয়া করে না? আরও বেশি করে। তাই সীতা চুরি কোন বাধা নয়।
বাধা নয় বুঝলাম। কিন্তু কি যুক্তিতে তাকে রাজা করবেন।
ওর এক লাখ ছেলে আর সোয়া লাখ নাতি।
দেশে এমনিতেই স্বজনপ্রীতির অভাব নেই। তার উপর এত সন্তান হলে মানুষের কি হবে।
দেখ যার এত সন্তান সন্ততি দেশে তার অনাত্মীয় থাকার কথা নয়। তাই স্বজনপ্রীতি এক্ষেত্রে সর্বজনপ্রীতি হবে।
আর?
সত্তরের দশকের শেষের দিকে আমাদের দুই তিন গ্রাম পরে নবগ্রাম নামে এক গ্রামকে জিয়াউর রহমান আদর্শ গ্রাম ঘোষণা করেন। লোক মুখে সেটা জিয়ার গ্রাম নামে পরিচিত ছিল। আর এ কারণেই গ্রামের চেহারা বদলে গেছিল। তাই রাবণের একলাখ ছেলের সবাই যদি এক একটা গ্রাম নিজের করে নেয় দেশের ছেষট্টি হাজার গ্রামের সুরাহা হবে। শুধু তাই নয়, অনেক ছেলে ও নাতির ভাগ্যে ও ভাগে আরও কোন গ্রাম পড়বে না। তখন এদের হাতে রাস্তা, ঘাট, সেতু, স্কুল, কলেজ এসবের দায়িত্ব তুলে দিলে সব দিক থেকেই উন্নয়নের জোয়ার বইবে।
সমস্যা স্বজনপ্রীতিতে নয়, সমস্যা সবাইকে স্বজন করতে না পারায়।
দুবনার পথে, ১৩ মার্চ ২০২৩
Comments
Post a Comment