স্বাধীনতা হোক কুসংস্কার মুক্ত
আজ আমাদের স্বাধীনতা দিবস। ২৬ মার্চ মানে ভয়াল কালো রাত, মানে দীর্ঘ নয় মাস ব্যাপী অনিশ্চিত জীবন, মানে প্রতিনিয়ত দুঃসংবাদ শোনার আতঙ্ক আর এই তিমির অন্ধকারে এক চিলতে আশার আলোর খোঁজে রেডিওতে কান পেতে থাকা। জীবনের রেলগাড়ির হঠাৎ লাইন চ্যুত হওয়া আর সেখান থেকে কোটি কোটি মানুষের জীবন নিয়ে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা। সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেই লড়াইয়ে বিজয়ী হলেও পরবর্তীতে তাঁর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রচন্ড রকম ব্যর্থ। বিদেশী শাসকদের শাসন থেকে মুক্তি পেলেও শোষণ আজ আগের চেয়েও তীব্র। আজ আমরা পরাধীন নিজেদের লোভ লালসার কাছে, পরাধীন নিজেদের কুসংস্কারের কাছে, অন্ধবিশ্বাসের কাছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভের জন্য আমাদের কোন লড়াই নেই, উল্টো আমরা নিজেরাই অতি যত্নে নিজেদের এই পরাধীনতার প্রেম জালে জড়িয়ে ফেলছি। সবাইকে একাত্তরে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও নতুন স্বাধীনতার জন্য লড়াইয়ে নামার আহ্বান।
দুবনা, ২৬ মার্চ ২০২৩
Comments
Post a Comment