স্বপ্ন

শুনলাম সংসদে ৫০ টি রক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি করেছে হিন্দু মহাজোট।‌ কিন্তু সমস্যা তো আর সংরক্ষিত আসন বা নির্বাচন ব্যবস্থায় নয়। সমস্যা সমাজের দৃষ্টিভঙ্গিতে। সেটা না বদলালে এসব ব্যবস্থা কোন কাজে দেবে না। আর দৃষ্টিভঙ্গি বদলাতে হলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। যদি সংসদে ৫০ আসন কাজে দিত তবে ৫০ আসন, সেই সাথে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ইত্যাদি বড় বড় পদে নারীর একচ্ছত্র দখল অনেক আগেই দেশের নারীদের সমস্যা সমাধান করত। বাস্তবে কিন্তু সেটা হয়নি। কেন? সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে। তাছাড়া নারীদের সমস্যা যেমন শুধু পুরুষের কারণে নয়, নারীদের বিশাল অংশের নিজেদের পুরুষের অধীন মনে করায়, নিজেদের সমস্যা সমাধানে এগিয়ে না আসায়, হিন্দুদের সমস্যাও তেমনি শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলমানে নয়, নিজেদের সমাজে নারী পুরুষে, বর্ণে বর্ণে বিভিন্ন বিভেদের কারণেও। নিজেদের মধ্যে সাম্য না এনে বাইরে থেকে সাম্য আশা করা ভুল, ঠিক যেমন ভুল দলে গণতন্ত্র বিসর্জন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা।

মস্কো, ১২ মার্চ ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন